TY - BOOK AU - Mamoon,Muntassir TI - চুকনগরে গণহত্যা: ১৯৭১ T2 - Bangladesh Chorcha-2 SN - 9847029600078 U1 - 954.92051 22 PY - 2002/// CY - Dhaka PB - Bangladesh Chorcha KW - Bangladesh KW - Politics and government 1971- KW - Genocide KW - Liberation war KW - ইতিহাস KW - বাংলাদেশ KW - মুক্তিযুদ্ধ KW - স্বাধীনতা যুদ্ধ N2 - চুকনগর গণহত্যার ত্রিশ বছর পুর্তি স্মরণে হাসিনা আহমেদ, মোঃ সেলিম, মোঃ সালেহ আতহার খান ও দিলরুবা বেগমের গ্রন্থনায়, মুনতাসীর মামুন সম্পাদনায় বাংলাদেশ চর্চা এই গ্রন্থটি প্রকাশে উদ্যোগী হয়েছে। চুকনগর গণহত্যা একটি সামরিক গণহত্যা যা পাকিস্তান সেনাবাহিনী ১৯৭১ চলাকালে সংঘটিত করে। গণহত্যাটি ১৯৭১ সালের ২০ মে ঘটে। চুকনগর ভারতীয় সীমান্তের নিকটবর্তী হওয়ায় শুরু হবার পর বিভিন্ন স্থান থেকে লোকজন সীমান্ত অতিক্রমের জন্য এখানে এসে জড়ো হয়। বাংলাদেশের থেকে ভদ্রা নদী পাড়ি দিয়ে প্রায় ৩০- ৪০হাজার মানুষ চুকনগরে এসে জড়ো হয় । ২০ মে বেলা ১১টার সময় মিলিটারির দুটি দল একটি ট্রাক ও একটি জিপ গাড়িতে এসে চুকনগর বাজারের উত্তর প্রান্তে "কাউতলা" নামক একটি স্থানে এসে থামে। পাতখোলা বাজার থেকে তারা গুলি চালনা শুরু করে এবং পরবর্তীতে চুকনগর বাজারের দিকে অগ্রসর হয়। বিকেল তিনটা পর্যন্ত গোলাগুলি চলতে থাকে। চুকনগরে মৃত ব্যক্তিদের সঠিক সংখ্যা নির্ণয় করা না গেলেও প্রতক্ষদর্শীদের মতে মৃতের সংখ্যা ৮ থেকে ১০ হাজার। মৃতদেহগুলো পাক বাহিনী নদীতে নিক্ষেপ করে এবং পরবর্তীতে স্থানীয় লোকজন অবশিষ্ট দেহগুলোর অধিকাংশ নদীর পানিতে ফেলে দিতে বাধ্য হন। ER -