TY - BOOK AU - Hossain,Abu MdDelowar Hossain TI - মুক্তিযুদ্ধের গ্রন্থপঞ্জি SN - 9789843350671 U1 - 954.92051 22 PY - 2012/// CY - Dhaka PB - Muktijuddho Jadughar KW - Liberation war KW - Bangladesh KW - ইতিহাস KW - বাংলাদেশ KW - গ্রন্থপঞ্জি KW - মুক্তিযুদ্ধ KW - স্বাধীনতা যুদ্ধ N2 - Art, Culture and History; এই বইটিতে মুক্তিযুদ্ধ বিষয়ক ৪ হাজারের অধিক বইয়ের তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকা দেখে বই খুঁজে নিতে পারছেন পাঠক। চমৎকার প্রয়াসটি সম্পর্কে সম্পাদক আবু মোঃ দেলোয়ার হোসেন বলেন, এ ধরনের কাজ করার দায়িত্ব মূলত সরকারের। কিন্তু তা না হওয়ায় আমাকে তা করতে হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক বই পড়তে পড়তেই এ কাজের প্রতি আগ্রহ জন্মে বলে জানান তিনি। বলেন, কাজটি আমি করছি ১৯৮৫ সাল থেকে। এক পর্যায়ে নেশা ধরে গিয়েছিল। তাই ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের লাইব্রেরিতে ছুটে গেছি। কাজ করেছি। পরে ১৯৯১ সালে প্রকাশিত হয় মুক্তিযুদ্ধের গ্রন্থপঞ্জি। তখন ৯শ’র মতো বইয়ের তালিকা সংযুক্ত করা হয়েছিল। এখন এতে আছে চার হাজারের বেশি বইয়ের তালিকা ও সংক্ষিপ্ত পরিচিতি। মুক্তিযুদ্ধ নিয়ে এমফিল ও পিএইচডি পর্যায়ের বেশ কিছু গবেষণাও এতে স্থান পেয়েছে। … গ্রন্থপঞ্জিতে বিষয়ভিত্তিক বইয়ের তািলকা সাজানো আছে। শুধু শিশুদের জন্য আছে ৩শ’ বইয়ের নাম। তিনি জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক বইয়ের মূল্যায়ন তুলে ধরে আগামীতে বের করা হবে এর দ্বিতীয় খণ্ড। আর তা হলে মুক্তিযুদ্ধ বিষয়ক সকল গ্রন্থ সম্পর্কে খুব সহজেই ধারণা নিতে পারবেন কৌতূহলী পাঠক। তথ্যসূত্র: দৈনিক জনকন্ঠ ER -